ইরানের মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’: রাশিয়া

   

অভিযানের নাম ‘অপারেশন মিডনাইট হ্যামার’, বি-২ বিমান যায় যুক্তরাষ্ট্র থেকে

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। ১৮ ঘণ্টার ফ্লাইট শেষে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে হামলা চালায় বিশেষ এই বিমান।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কেইন।see more https://lnk.ink/VYr85













Post a Comment

Previous Post Next Post