দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন নাজমুল

আবারও সেঞ্চুরি নাজমুলের



বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৮৫ ওভারে ২৫৯/৬। দুই ইনিংস মিলিয়ে ২৬৯ রানের লিড বাংলাদেশের।

গলে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রান করেছিলেন নাজমুল। দ্বিতীয় ইনিংসেও আজ সেঞ্চুরি তুলে নিলেন। টেস্টে অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ১৬ তম ক্রিকেটার নাজমুলথারিন্দু রত্নায়েকের করা ৮৫ তম ওভারের দ্বিতীয় বলে রিভার্স সুইপে এক রান নিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল।

১৯০ বলে ১০০ রানে অপরাজিত নাজমুল।

আজ নাজমুলের আগে টেস্ট অধিনায়ক হিসেবে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালের মার্চে সিলেটে। বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বর্তমান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

প্রথম কীর্তিটি গড়েছিলেন ১৯৪৭ সালে নটিংহাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যালান মেলভিল। অধিনায়ক হিসেবে টেস্টে তিন ম্যাচে দলের সবগুলো ইনিংসে সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের।

০১: ৫৯

জাকের আউট

জাকের কী করতে চাইলেন, তিনিই জানেন। থারিন্দুর লেগ স্টাম্পের বাইরে করা হাওয়ায় ভাসানো বলে ভারসাম্য হারিয়ে স্টাম্পড হয়েছেন। করেছেন ২ রান।

বাংলাদেশের

Post a Comment

Previous Post Next Post